দীনেশ চন্দ্র কুইরী, বাঘমুন্ডি:- পুরুলিয়া জেলা পুলিশের বাঘমুণ্ডি থানার পুলিশকর্মীরা রবিবার সেফ ড্রাইভ, সেভ লাইফ নিয়ে একটি রেলির মাধ্যমে সচেতনতা মূলক প্রচার করলেন। বাঘমুণ্ডি থানা থেকে সরাকডি মোড় পর্যন্ত গিয়ে সেখান থেকে আবার থানা পর্যন্ত এসে পথ সচেতনতার মিছিলটি শেষ হয়। যেখানে বাঘমুণ্ডি থানার এ.এস.আই বুদ্ধেশ্বর মাঝি সহ পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ার্সরা অংশগ্রহণ করেছিলেন। বাঘমুণ্ডি থানার ইনচার্জ রজত চৌধুরীর নেতৃত্বে এই পথ সচেতনতার রেলিটি আয়োজিত হয়েছে। যেখানে প্লেকার্ড এর মাধ্যমে সাধারণ মানুষের উদ্দেশ্যে সচেতনতার বার্তা দেওয়া হয়, সকলেই যেন সরকারি আইন মেনে ও মাথায় হেলমেট পড়ে গাড়ি চালান। পুলিশ প্রশাসনের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এর ফলে বাজার এলাকা এবং প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষরা আরও বেশি সচেতন হবেন। পাশাপাশি কমবে দুর্ঘটনার পরিমান। পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকল সাধারণ মানুষ।
পথ নিরাপত্তার সচেতনতা মূলক প্রচার বাঘমুন্ডি থানার
0
12/03/2023 05:28:00 PM
Tags