অমরেশ দত্ত, পুরুলিয়া:সোমবার রাত্রি নাগাদ পুরুলিয়া জেলার মানবাজার থানার অন্তর্গত ধানাড়া অঞ্চলের শাসনগোড়া গ্রামে ঝুলন্ত এক তরুণীর দেহকে উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। পুলিশ সূত্রে জানা যায় ওই তরুণীর দেহ গ্রামের সামনের একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয় মানুষেরা। পরবর্তীকালে স্থানীয় মানুষেরা মানবাজার থানায় খবর দিলে মানবাজার থানার পুলিশ দেহটিকে উদ্ধার করে নিয়ে আসে রাত্রিবেলায়। পুলিশ সূত্রে আরো জানা যায়, ওই তরুণীর নাম উর্মিলা সরেন, বয়স ১৬ বছর। আজ মঙ্গলবার ময়না তদন্তের জন্য দেহটিকে পুরুলিয়া হাতোয়াড়া মেডিকেল কলেজ এন্ড হসপিটালে পাঠায় মানবাজার থানার পুলিশ। পুরো ঘটনায় একটি অস্বাভাবিক ঘটনার মামলা রিজু করে তদন্তে নেমেছে মানবাজার থানার পুলিশ।