দীনেশ চন্দ্র কুইরী, বাঘমুন্ডি:- পুরুলিয়ার বাঘমুণ্ডি ব্লকের বাঘমুণ্ডি অঞ্চলের অন্তর্গত টিকরটাঁড় গ্রামের হাতির হানায় মৃতের পরিবারকে পাঁচ লক্ষ টাকার ক্ষতিপূরণের চেক প্রদান করলো বনদপ্তর। প্রসঙ্গত, গত ২৭ শে নভেম্বর সোমবার বাঘমুণ্ডি ব্লকের মাঠা রেঞ্জের কুদনা বিট এলাকায় বুনো হাতির হানায় মারাত্মকভাবে জখম হয় টিকরটাঁড় গ্রামের বাসিন্দা ধুমনাথ সরেন(৭৫)। এরপর প্রথমে তাকে পাথরডি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় পরবর্তীতে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তাঁর। ঘটনার পরই বন দপ্তরের তরফে মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানানো হয়। সেইমতো মঙ্গলবার সকালে মাঠা বন দপ্তরের রেঞ্জ অফিসার সরোজ মুদি, বাঘমুণ্ডি বন দপ্তরের রেঞ্জ অফিসার শাহানাজ ফারুক আহমেদ, বাঘমুণ্ডি বিট অফিসার সাহেব মন্ডল, বাঘমুণ্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি মল্লিকা চক্রবর্তী, সহ সভাপতি মানস মেহেতা, বাঘমুণ্ডি বনভূমি কর্মাধ্যক্ষা ব্যাসমণি মুর্মু মৃতের পরিবারে এসে পরিবারের সদস্যদের হাতে ক্ষতিপূরণের পাঁচ লক্ষ টাকার চেক প্রদান করেন। এব্যাপারে পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। আমরা ওই মৃত বৃদ্ধর পরিবারের পাশে থাকবো। আজ রাজ্য সরকারের বন দপ্তরের পক্ষ থেকে ক্ষতিপূরণের পাঁচ লক্ষ টাকার চেক বন দপ্তর ও পঞ্চায়েত সমিতির সদস্যদের মারফত তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হলো।
হাতির হানায় মৃতের পরিবারকে পাঁচ লক্ষ টাকার চেক প্রদান বন দপ্তরের
0
11/28/2023 07:36:00 PM
Tags