মানবাজার হাসপাতাল মোড়ে বেসরকারি বাসের ধাক্কায় আহত বাইক আরোহী

মানবাজার শহরের হাসপাতাল মোড়ে বেসরকারি বাসের ধাক্কা বাইকে,গুরুতর আহত হলো ১ যুবক।শনিবার দূর্ঘটনাটি ঘটে আনুমানিক বেলা ২:৩০ টা নাগাদ,স্থানীয় সূত্রে জানা যায় মানবাজার শহরে ঢোকার মুখে মানবাজার হসপিটাল মোড়ে একটি বাইককে ধাক্কা দেয় ওই বেসরকারি বাসটি,ফলে জীতেন পাল নামে বাইক আরোহী আহত হয় ও বাইকের পেছনে  বসে থাকা আরেক যুবক অল্পবিস্তর আহত হয় ,পরবর্তীকালে আহতকে উদ্ধার করে মানবাজার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা উন্নতর চিকিৎসার জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করে।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.