মানবাজার রাধামাধব ইনষ্টিটিউশনে অনুষ্ঠিত হলো চাকুরি সংক্রান্ত নথি সংগ্রহ করণের ক্যাম্প

মহামান্য আদালতের নির্দেশানুযায়ী এবং জেলা শিক্ষা বিভাগের তত্ত্বাবধানে আজ মানবাজার রাধামাধব ইনষ্টিটিউশন এ মানবাজার মহকুমার সমস্ত বিদ্যালয়ের মাননীয় শিক্ষক-শিক্ষিকা গনের চাকুরি সংক্রান্ত সমস্ত নথি সংগ্রহ করণের ক্যাম্প অনুষ্ঠিত হলো। মাত্রাতিরিক্ত গরমকে উপেক্ষা করে প্রায় দুই শতাধিক বিদ্যালয়ের প্রতিনিধিবর্গ উপস্থিত থেকে প্রায় ১৮৩৭ জনের Appointment Verification Data জমা করলেন । আজকের এই ক্যাম্পে উপস্থিত ছিলেন জেলা বিদ্যালয় পরিদর্শক (একাডেমিক) মাননীয় শ্রী নবেন্দু বিকাশ গিরি মহোদয়, মাননীয় শ্রী মোহনলাল সাহু(সহ বিদ্যালয় পরিদর্শক), মাননীয় শ্রী ননী গোপাল মাজি(সহ বিদ্যালয় পরিদর্শক), মাননীয় শ্রী জিতেন চন্দ্র দাস মহোদয় সহ আরো বেশ কয়েকজন জেলা বিদ্যালয় শিক্ষা বিভাগের বিভিন্ন আধিকারিক ও প্রতিনিধিবর্গ।  বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান মাননীয় শ্রী প্রদীপ কুমার চন্দ্র মহাশয় জানান, প্রকৃতির তীব্রদাহ থাকা সত্বেও সকলের আন্তরিক সহযোগিতায় আজকের এই ক্যাম্পের সমস্ত কর্মসূচি সফলভাবে সম্পন্ন করা গিয়েছে।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.