অমরেশ দত্ত, পুরুলিয়া: পুরুলিয়া জেলার বরাবাজারের প্রতিটি প্রান্তে অক্সিজেন সেবা পৌঁছে দিতে আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। হেল্পিং হ্যান্ড গ্রুপ এবং মা বিষহরি যুব সমিতি'র যৌথ উদ্যোগে ২টি অক্সিজেন সিলিন্ডার (মেশিন সহ) মজুত রয়েছে বলে সংস্থার পক্ষ থেকে জানা যায়।এদিন ক্লাবের সদস্যদের ব্যবস্থাপনায় ও এলাকাবাসীর সহযোগিতায় রবিবার বরাবাজার নামপাড়ায় অক্সিজেন সেবা সংঘের শুভ সূচনা করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, এই ধরনের পরিষেবায় সাধারণ মানুষ খুবই উপকৃত হবে।
জরুরি প্রয়োজনে "অক্সিজেন সেবা সংঘ" বরাবাজার নামপাড়ায়
0
12/04/2023 03:55:00 PM
Tags