অমরেশ দত্ত, পুরুলিয়া: নিম্নচাপের প্রভাবে ভারী বর্ষণ হয়ে চলেছে পুরুলিয়া জেলায়। একটানা বৃষ্টিতে কংসাবতী নদীর জলস্তর বাড়তে শুরু করে। এরফলে
পুরুলিয়া জেলার মানবাজার ১ নং ব্লকের চান্দড়া-পায়রাচালী অঞ্চলের কোলডিহা, গোবর্দ্দা সহ বেশ কয়েকটি গ্রামে জল ঢুকে যায়।
এলাকার স্থানীয় গ্রামবাসী বাবলু বাউরী জানান, মঙ্গলবার সকালে গ্রামে জল ঢুকতে শুরু করে রাতে। ডুবে যায় কৃষি জমিও। সন্ধ্যার পর জল আরও বেড়ে যায়। স্থানীয় গ্রামবাসী সুজন বাউরী'র বাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয়। তিনি সংবাদমাধ্যমে আবেদন জানান, আমি খুবই গরীব, স্থানীয় প্রশাসনকে আমার বাড়ির ক্ষতিপূরণের ব্যবস্থা করে দিলে খুবই উপকৃত হব। তবে যেভাবে জল বাড়তে শুরু করেছে, তাতে আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা।