অমরেশ দত্ত, পুরুলিয়া:নিম্নচাপের জেরে লাগাতার ভারী বৃষ্টি হয়েই চলেছে। পুরুলিয়া জেলার মানবাজার ১ নং ব্লকের অন্তর্গত বামনী-মাঝিহিড়া-কেশ্যা মূল রাস্তা চাকা নদীর সেতু চলে গেল জলের তলায়। শনিবার রাত থেকে সেতুর উপর দিয়ে জল বইছে। ফলে সেতুর উপর দিয়ে যাতায়াত বন্ধ। বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা।
নিম্নচাপের প্রভাবে শনিবার থেকে ভারী বর্ষণ হয়ে চলেছে পুরুলিয়া জেলায়। একটানা বৃষ্টিতে নদীর জলস্তর বাড়তে শুরু করে। ক্রমশ বাড়তে থাকা জলস্তর শনিবার রাতে ছুঁয়ে ফেলে মানবাজার ১ নং ব্লকের অন্তর্গত বামনী-মাঝিহিড়া-কেশ্যা মূল রাস্তা চাকা নদীর সেতুকে। এর জেরে বিচ্ছিন্ন হয়ে পড়ে পার্শ্ববর্তী গ্রামগুলি।