বৃষ্টির জল জমে রাস্তা পরিণত হয়েছে ডোবায়, ভোগান্তির শিকার এলাকাবাসীরা

অমরেশ দত্ত, পুরুলিয়া:সামান্য বৃষ্টি হলেই এ রাস্তাটিতে সৃষ্ট হওয়া গর্তগুলো ডোবায় পরিণত হয়। এছাড়াও জমে থাকা কাদা ও জলের কারণে চরম দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে। মোটর বাইক বা সাইকেল তো দূরের কথা পথচারিদের পায়ে হেঁটে চলাচল করাও মুশকিল হয়ে পড়ে এ রাস্তা দিয়ে।  

 রবিবার দুপুরে পুরুলিয়া জেলার মানবাজার শহরের চকবাজার সংলগ্ন দাসপাড়া কুন্ডু দুর্গা মন্দিরের সামনে রাস্তার পাশে জনদুর্ভোগের এমন চিত্র দেখা গেল।  রাস্তার প্রবেশ পথে জমে আছে নোংরা জল ও কাদা। এসব জল ও কাদা ডিঙিয়ে যাতায়াত করতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষদের।  
এলাকার স্থানীয় বাসিন্দা জানান,
প্রতিদিন আমাদের রেশন তুলতে এই রাস্তা দিয়ে যেতে হয়, পাশাপাশি জানান মেন রোডে জ্যাম থাকলে এই রাস্তায় দিয়েই আমরা যাতায়াত করি। অন্য একজন এলাকার স্থানীয় জানান, সামনে রয়েছে দুর্গা মেলা এবং আমরা এখানে প্রায়ই পুজো দিতে আসি, কিন্তু এরকম রাস্তার অবস্থা, যার জন্য খুবই অসুবিধা হয়।
যদিও এ বিষয়ে স্থানীয় প্রশাসন দ্রুত সমস্যা সমাধানে আশ্বাস দিয়েছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.