কেন্দা থানার অন্তর্গত পানিপাথর অঞ্চলের দরডি গ্রামের সুদর্শন সহিস নামে এক ব্যাক্তির মাটির বাড়ির দেওয়াল অতিরিক্ত বৃষ্টির কারণে ভেঙে পড়ে, ফলে বাড়ির মধ্যে থাকা সুদর্শন সহিসের মেয়ে যার বয়স, আনুমানিক(5/6),আর ছেলেটির বয়স (3/4),তারা দেওয়ালে চাপা পড়ে,ওই দুটো ছোট বাচ্চাকে আহত অবস্থায় বাড়ির লোকজন চাকলতোড় হাসপাতালে নিয়ে যায়।