মানবাজার SLWM-Project- এর আনুষ্ঠানিক শুভ সূচনা
0
9/28/2023 12:20:00 PM
নিজস্ব সংবাদদাতা, মানবাজার: মানবাজার SLWM-Project- এর আনুষ্ঠানিক শুভ সূচনা হলো আজ। আজ বৃহস্পতিবার মানবাজার বুড়ি শহরে ফিতে কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মাননীয়া মন্ত্রী সন্ধ্যা রানী টুডু। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। মানবাজার মহকুমা শাসক অনুজ প্রতাপ সিং, মানবাজার ১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মনোজ কুমার পাহাড়ি, মানবাজার ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা মুদি, পুরুলিয়া জেলা পরিষদ সদস্যা প্রতিমা বাউরী, মানবাজার গ্রাম পঞ্চায়েত প্রধান শিবানী বাউরী সহ বিশিষ্ট জনেরা।
Tags