বাঘমুন্ডি:- পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের তুন্তুরী সুইসা অঞ্চলের শালডাবরা জুনিয়র হাই স্কুল আবার সংবাদের শিরোনামে।
শালডাবরা জুনিয়র হাই স্কুলে প্রধান শিক্ষক কে মারধর সহ প্রধান শিক্ষক।এই দু শিক্ষকের জেরে স্কুলের পঠন পাঠন পুরোপুরি বনধ।
ঘটনাটি আজ বুধবার পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের দু নম্বর চক্রের শালডাবরা জুনিয়র হাই স্কুলের।
জানা গিয়েছে,এদিন স্কুল শুরু হওয়ার কিছুক্ষণ পর ওই স্কুলের প্রধান শিক্ষক রাজেশ মণ্ডলকে স্কুলের সহ প্রধান শিক্ষক গোপাল মহাপাত্র হাজিরা খাতা চাইতে গিয়ে ঝামেলা সৃষ্টি করে সহ প্রধান শিক্ষক গোপাল মহাপাত্র।
হাজিরা খাতা না দেওয়ায় প্রধান শিক্ষক রাজেশ মণ্ডলকে অশ্লীল ভাষায় গালাগালি দেয় এবং গুশি মারে।এছাড়া বাঘমুন্ডি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবরাজ ঘোষ ও বাঘমুন্ডি দু নম্বর চক্রের এস আই সাধন সর্দার কেউ অশ্লীল ভাষায় গালাগালি দেয়।এবং
পরে প্রধান শিক্ষককে স্কুলের মধ্য আটকে রেখে বিক্ষোভ দেখায়।
ঘটনার খবর জানাজানি হতেই সুইসা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং আটকে থাকা প্রধান শিক্ষককে সেখান থেকে উদ্ধার করে।
সহ প্রধান শিক্ষকের ঝামেলার জেরে সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত স্কুলের পঠন পাঠন পুরোপুরি বনধ হয়ে যায়।
প্রধান শিক্ষক রাজেশ মণ্ডল বলেন,আমি হাজিরা খাতা না দেওয়ায় আমার উপর চড়াও হয় সহ প্রধান শিক্ষক।এবং আমাকে অশ্লীল ভাষায় গালাগালি থেকে শুরু করে গুষী মারে বুকে ও পিঠে।এবং আটকে রেখে আমার জাত নিয়ে কুমন্তব্য করে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করবো সহ প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
অন্যদিকে,সহ শিক্ষক গোপাল মহাপাত্র জানান,আমি প্রধান শিক্ষককে হাজিরা খাতা চাইতে গেলে আমাকে খাতা দেয় না।এবং আমি থাকে গালিগালাজ ও ঘুষি মারি নাই।এটা পুরোপুরি ভিত্তিহীন।