মানবাজারে ভয়াবহ পথ দূর্ঘটনা।দূঘটনায় গুরুতর আহত ৩ বাইক আরোহী।বুধবার বিকেল ৫ টা নাগাদ ঘটনাটি ঘটে মানবাজার থানার অন্তর্ভুক্ত কাড়াধরা গ্রাম সংলগ্ন এলাকায় মানবাজার পায়রাচালী রাজ্য সড়কে।পুলিশ সূএে জানা যায় বাইকে করে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে একটি ইলেকট্রিক খুঁটিতে ধাক্কা মারে ফলে গুরুতর আহত হয় মলয় বাউরী,চিরঞ্জিত বাউরী,বাদল বাউরী নামে ৩ ব্যাক্তি।পরবর্তীকালে স্থানীয়রা মানবাজার থানায় খবর দিলে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে মানবাজার হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা ৩ জনকেই বাঁকুড়া সম্মেলনী ম্যডিকেল কলেজ এন্ড হাসপাতালে স্থানান্তরিত করে।