দীর্ঘদিন ধরে এটিএম বিকল অযোধ্যায়

দীনেশ চন্দ্র কুইরী,পুরুলিয়া :- দীর্ঘদিন ধরে এটিএম বিকলের অভিযোগ উঠলো অযোধ্যা পাহাড় থেকে। রাজ্যের অন্যতম পর্যটন স্থল পুরুলিয়ার অযোধ্যা পাহাড় সেখানে একটিমাত্র এটিএম রয়েছে হিলটপে তার উপরেই ভরসা অযোধ্যা পাহাড়বাসী থেকে শুরু করে পর্যটকদের। সেই এটিএম বিকল হওয়া এই প্রথম নয়, প্রায় সময়েই বিকল হয়ে পড়ে থাকে এটিএম টি। ফের বিকল হলো এটিএম। যার ফলে অযোধ্যা পাহাড়বাসী সহ অযোধ্যা পাহাড়ে বেড়াতে আসা পর্যটকদের পড়তে হচ্ছে সমস্যায়। এটিএম বিকলের খবর পেয়ে মঙ্গলবার সাংবাদিকরা পৌঁছায় অযোধ্যা পাহাড়ে। সেখানে এলাকাবাসীদের সাথে ওই বিষয় নিয়ে প্রশ্ন করলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কয়েকজন জানান, দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে পাহাড়ের একমাত্র এটিএম। সমস্যায় শুধু আমরাই পড়ছি না। যারা পাহাড়ে বেড়াতে আসছেন তারাও খুব সমস্যায় পড়ছেন। টাকা তুলতে গেলে পাহাড় ছাড়িয়ে অনেক দূরে যেতে হচ্ছে, ফলে যাতায়াতের খরচ হচ্ছে এবং হায়রানিতেও পড়তে হচ্ছে। যত শীঘ্রই এটিএম টি সরানো যায় এটাই সংবাদমাধ্যমের পাশে আবেদন জানায়। অন্যদিকে জেলা বিজেপি নেতা কেদার সিং মুড়া ওই ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ জানান। বলেন যারা ওই দায়িত্বে আছেন তাদের অনুরোধ যেনো শীঘ্রই এটিএম টা চালু করেন তা নাহলে আমাদেরকে আলাদা কোনো ব্যবস্থা নিতে হবে। কবে এটিএম টি ফের চালু হবে এবং এটিএম থেকে টাকা উঠাতে পারবে মানুষজন সেই দিন গুনছে পাহাড়বাসী।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.