পঞ্চায়েত নির্বাচনে কুড়মি সমাজ থেকে নির্দল প্রার্থীতে জয়লাভের পর যোগদান শাসক দলে।

পঞ্চায়েত নির্বাচনে কুড়মি সমাজ থেকে নির্দল প্রার্থীতে জয়লাভ করার পর বোর্ড গঠনেরআগেই যোগদান করলো শাসক দলে। বাঘমুন্ডি ব্লকের তুন্তুড়ী - সুইসা অঞ্চলের আটনা বুথ থেকে কুড়মি সমাজ সমর্থিত  নির্দল প্রার্থী জয়প্রকাশ মাহাতো শনিবার সন্ধ্যায় যোগদান করলো তৃণমূলে। তুন্তুড়ী - সুইসা অঞ্চল তৃণমূল নেতৃত্বে এই যোগদান বলে জানা গিয়েছে। এদিন স্থানীয় বিধায়ক সুশান্ত মাহাতোর হাত ধরে নির্দল প্রার্থী জয়প্রকাশ মাহাতো যোগ দেন শাসকদলে। যোগ দিয়ে জয়প্রকাশ বাবু জানান, কুড়মি সমাজ থেকে নির্দল প্রার্থী হয়ে পঞ্চায়েতে জয় হয়েছিলাম। কিন্তু জয় হয়েও উন্নয়নের জন্য কোনো কাজ করতে পারবো না তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উন্নয়নে সামিল হতে এবং হাত শক্ত করতে তৃণমূলে যোগদান করলাম।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.