সরকারি প্রকল্পের নামে অনৈতিকভাবে টাকা আদায়ের অভিযোগে উত্তপ্ত মানবাজারের বাসুডি গ্রাম
0
8/15/2023 09:49:00 AM
নিজস্ব সংবাদদাতা, মানবাজার:সরকারি প্রকল্পের নামে টাকা আদায়ের অভিযোগ। সংঘ নেত্রীদের ঘেরাও করে বিক্ষোভ গ্রামের মহিলাদের। সরকারি প্রকল্পের নামে অনৈতিকভাবে টাকা আদায়ের অভিযোগ উঠল স্বনির্ভর দলের দায়িত্বপ্রাপ্ত কর্মী ও ব্লকের কর্মীর বিরুদ্ধে। এমনই অভিযোগ তুলে মানবাজার বাসুডি গ্রাম উত্তপ্ত হয়ে উঠল সোমবার সন্ধ্যার সময়। এলাকার মহিলাদের অভিযোগ মানবাজার স্বনির্ভর গোষ্ঠীর দেখাশোনার দায়িত্বে থাকা সংঘনেত্রী প্রকল্পের নাম করে অনৈতিকভাবে আড়াইশো টাকা করে আদায় করেছেন। অভিযোগ ক্যামেরার সামনে স্বীকার করে নিয়েছেন সংঘনেত্রী শিপ্রা ব্যানার্জি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মানবাজার থানার পুলিশ ও মানবাজার ১ নং ব্লকের আধিকারিক রামপ্রসাদ ব্যানার্জি। পুলিশ গিয়ে স্বনির্ভর দলের মহিলাদের উদ্ধার করে নিয়ে যায়।
Tags