কারিগরি শিক্ষার একটি সফল প্রতিষ্ঠান করিমপুর-১ গভর্নমেন্ট আইটিআই কলেজ, যেটি নদীয়া জেলার করিমপুর -১ ব্লকে অন্তর্গত। গত বছর থেকে শুরু হয়েছে করিমপুর-১ সরকারি শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠানটি এবং অসংখ্য ছেলেমেয়েদের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছে। প্রত্যেক বছর কয়েকশ ছেলেমেয়ে এই প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে চলছে। প্রত্যেকটা ছাত্র-ছাত্রীকে কাজ শেখানোর পর যাতে করে একটা ভালো সংস্থায় নিযুক্ত করা যায় সেই কথা ভেবেই আজ অনুষ্ঠিত হলো ক্যাম্পাস ড্রাইভ যেখানে বেশ কিছু ছেলে এবং মেয়ে এই ড্রাইভে অংশগ্রহণ করে এবং নতুন কর্মজীবনের জন্য নির্বাচিত হয়।