পাটজাত দ্রব‍্য উৎপাদনের প্রশিক্ষণ শিবিরের প্রার্থী বাছাই

একটি তপ: জাতি এবং একটি তপ: উপজাতি সহ সাধারণ গ্রুপের সর্ব  মোট ৪০ জন স্বনির্ভর দলের মহিলাকে পাটজাত ব‍্যাগ, বিনুনি, পুতুল, জামা, ফাইল ইত‍্যাদি সহ বিভিন্ন সৌখিন জিনিস তৈরির জন‍্য ১০ দিনের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ গ্রহণকারীদের আজ একটি সাক্ষাৎকারের মাধ‍্যমে বেছে নিতে উপস্থিত ছিলেন ভারত সরকারের প্রিন্সিপাল সায়েন্টিস্ট ড.  অলোকনাথ রায় (ট্রান্সফরমেশন অফ টেকনোলোজি ডিভিশন, কলকাতা) এবং ঐ দপ্তরের টেকনিক‍্যাল অফিসার  শ্রী তরুণ কুন্ডু। আগামী ২২ আগষ্ট থেকে ৩১ আগষ্ট পর্যন্ত সাথী - র ব‍্যবস্থাপনায় মোট১০ দিন ব‍্যাপী গোবিন্দপুর প্রাথমিক বিদ‍্যালয়ের এই প্রশিক্ষণ চলবে।সাথী- র পক্ষে এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. কবিতা মাইতি।  সংশ্লিষ্ট সকলকে বিদ‍্যালয়ের পক্ষ থেকে সশ্রদ্ধ  শ্রদ্ধাভিনন্দন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.