স্বাধীন ভারতের ৭৬ বছর পূর্তি উপলক্ষে সেজে উঠেছে গোটা দেশ।ভারত শুধু দেশ নয়, নয় শুধু মাতৃভূমি। এদেশে জন্ম নিয়েছে বুদ্ধ মাহাত্ম্য সহ আরো জ্ঞানী গুণী মানুষ। তাদের চরন স্পর্শে ধন্য হয়েছে আমাদের মাতৃভূমি। ১৫ ই আগস্ট দেশের শত শত বীরের রক্তের বিনিময়ে এসেছিল স্বাধীনতা। সেই বীরদের শ্রদ্ধা জানিয়ে মানবাজার পোদ্দার পাড়া সুপারস্টার ক্লাবের পক্ষ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন করা হলো।
জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মঙ্গলবার সকালে অনুষ্ঠান শুরু হয়। এদিন ক্লাবের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন ক্লাবের সভাপতি অমরেশ দত্ত। অনুষ্ঠান শেষে ক্লাবের পক্ষ থেকে চকলেট ও বিস্কুট বিতরণ করা হয়। এদিন উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক সৌরভ দত্ত, কোষাধ্যক্ষ সন্দীপ দত্ত সহ ক্লাবের অন্যান্য সদস্য ও বিশিষ্টজনরা।