দীনেশ চন্দ্র কুইরী, পুরুলিয়া :- বজ্রাঘাতে ছ'টি গবাদি পশুর মৃত্যু ঘিরে চাঞ্চল্য এলাকায়। সোমবার সকাল পৌনে এগারোটা নাগাদ পুরুলিয়ার বাঘমুণ্ডি ব্লকের অযোধ্যা পাহাড়ের ভুঁইঘরা গ্রামের অদূরের একটি মাঠে ঘটেছে ঘটনাটি। স্থানীয় সূত্রে পাওয়া খবর, এদিন সকালে ভুঁইঘরা গ্রামের বাসিন্দা কান্দন মান্ডি ও সুষেন মান্ডি নামে দুই চাষী মাঠে ঘাস খাওয়াতে ৬ টি গরুকে গ্রামের অদূরের একটি মাঠে নিয়ে যায়। সেখানে সেইসময় আকাশে ভারী মেঘ ঘনিয়ে বৃষ্টি শুরু হয়, হঠাৎ করে বজ্রপাত হয়। সঙ্গেই সেই ৬ টি গবাদি পশু বজ্রাঘাতে ওই মাঠেই মারা যায়। জানা যায়, মৃত ওই ছ'টি গরুগুলির মধ্যে কান্দন মান্ডির ২ টি এবং সুষেন মান্ডির ৪ টি গরু ছিলো। ঘটনার পর তারা শোকে পড়েছে। খবর দেওয়া হয় স্থানীয় প্রশাসনকে। তাদের ব্যবস্থার আশ্বাস দিয়েছেন প্রশাসন। অন্যদিকে ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।