বাঘমুণ্ডীর সুইসায় বিজেপি'র নবনির্বাচিত প্রার্থীদের সংবর্ধনা ও যোগদান কর্মসূচি

দীনেশ চন্দ্র কুইরী, পুরুলিয়া:- নির্বাচনে জয়ী বিজেপি প্রার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করলো বিজেপি। রবিবার বিকেলে পুরুলিয়ার বাঘমুন্ডি বিধানসভার মণ্ডল ০৩ এর জয়ী প্রার্থীদের সংবর্ধনা দেওয়া হয় এবং সংবর্ধনা শেষে যোগদান সভার আয়োজন হয়। সুইসা হাই স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠানের আয়োজন হয়েছে বলে জানা যায়। সংবর্ধনা জানাতে উপস্থিত হন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তিনি জয়ী প্রার্থীদের ফুলের তোড়া ও উত্তরীয় দিয়ে সংবর্ধনা দেন। পাশাপাশি দলের সাংগঠনিক বিষয় নিয়েও আলোচনা করেন সাংসদ। দলীয় সূত্রে জানা গেছে, এদিন তুন্তুড়ী সুইসা অঞ্চলের সুইসা সাংসদ থেকে প্রায় তিনশো জন কার্যকর্তা অন্যান্য রাজনৈতিক দল ছেড়ে বিজেপিতে যোগ দেন। যোগদান কারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। ছিলেন বিজেপির পুরুলিয়া জেলা সাধারণ সম্পাদক শঙ্কর মাহাতো, বাঘমুন্ডি ব্লক কনভেনার রাকেশ মাহাতো, মণ্ডল ০৩ এর সভাপতি বিভূতি রজক সহ মণ্ডল ০৩ এর নেতা কর্মীরা।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.