আজ NIT দুর্গাপুর স্টাফ ক্লাব প্রাঙ্গণে অরণ্য সপ্তাহ উপলক্ষে পালিত হল বৃক্ষরোপন কর্মসূচি

অরণ্য সপ্তাহ উপলক্ষ্যে NIT Durgapur Staff ক্লাব ও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ NIT এর যৌথ উদ্যোগে আজ NIT Durgapur Staff ক্লাব প্রাঙ্গণে আজ অরণ্য সপ্তাহে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় নির্দেশক মহাশয় ও মাননীয় রেজিষ্ট্রার মহাশয় বিজ্ঞান সভার মাননীয়া সভানেত্রী ও মাননীয় সম্পাদক বিঃ সভার দুই মাননীয় সহ সম্পাদক রাজ্য কমিটির মাননীয় সদস্য ডাঃ কাদম্বিনী বিজ্ঞান কেন্দ্রের মাননীয় সভাপতি ও মাননীয় সহ সভাপতি ষ্টাফ ক্লাবের মাননীয় সভাপতি,মাননীয় সম্পাদক ও মাননীয় প্রাক্তন সম্পাদক এবং ষ্টাফ ক্লাব ও বিজ্ঞান মঞ্চের মাননীয়//মাননীয়া সদস্য ও সদস্যাবৃন্দ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.