দীনেশ চন্দ্র কুইরী, পুরুলিয়া :- মণিপুরের কুকি - জো সম্প্রদায়ের দুই মহিলার উপর অমানুষিক নির্যাতনের প্রতিবাদে রবিবার বাঘমুণ্ডি থানার অযোধ্যা মোড়ে বিক্ষোভ দেখালো আদিবাসী সেঙ্গেল অভিযান। বিক্ষোভে মণিপুরের মুখ্যমন্ত্রীর কুশ পুতুল দাহ করার পাশাপাশি প্রতিবাদ মিছিলে হাঁটেন সংগঠনের সদস্যরা। অযোধ্যা মোড় থেকে সরাগডি মোড় পর্যন্ত গিয়ে সেখান থেকে আবার অযোধ্যা মোড়ে এসে তাদের প্রতিবাদ মিছিল শেষ হয়। সেখানে দীর্ঘক্ষন বিক্ষোভ দেখানোর সঙ্গে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর কুশপুতুল দাহ করে ঘটনার তীব্র প্রতিবাদ জানায় তারা। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করা এবং কঠিনতম শাস্তির দাবী জানানো হয়। জানা গিয়েছে, মণিপুর রাজ্যের কাংপোকপি জেলায় গত ৪ মে নির্মম ঘটনাটি ঘটেছিলো। ঘটনায় দুই মহিলাকে একদল যুবক অত্যাচার করে। তারই প্রতিবাদে আদিবাসী সেঙ্গেল অভিযান বাঘমুণ্ডি ব্লক কমিটির সদস্যরা প্রতিবাদে পথে নামে। সংগঠনের পক্ষ থেকে জানা যায়, ধসকা, বাঁশিটাঁড় ও অযোধ্যা পাহাড়েও এই কর্মসূচি নেওয়া হবে। উপস্থিত ছিলেন সংগঠনের বাঘমুণ্ডি ব্লক সভাপতি রামপদ সরেন, জেলা ছাত্র যুব সম্পাদক সুনীল মুর্মু, সংগঠনের ব্লক সেঙ্গেল পারগানা ধীরেন মুর্মু সহ সংগঠনের সদস্যরা।
মণিপুরকাণ্ডের প্রতিবাদে আদিবাসী সেঙ্গেল অভিযানের তরফে অযোধ্যা মোড়ে বিক্ষোভ
0
7/24/2023 10:43:00 AM
Tags