রাস্তাঘাট শুনসান-বন্ধ দোকানপাট, আজকের বনধ-এর প্রভাব সম্পর্কে আরো বিশদে জানুন

অমরেশ দত্ত, পুরুলিয়া :-ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের পক্ষ থেকে  ৮ ই জুন বৃহস্পতিবার মূলত দুই দফা দাবিতে ১২ ঘন্টার বাংলা বনধের ডাক দেওয়া হয়। তারই সমর্থনে এদিন পুরুলিয়া জেলার মানবাজার রাইস মিলে রাস্তা অবরোধ করে,ধামসা মাদল বাজিয়ে পোস্টার ও প্ল‍্যাকার্ড সমৃদ্ধ এক জমায়েত করা হয়।
এই আদিবাসী সমাজের পক্ষ থেকে জয়দেব টুডু জানান, মূলত দুটি দাবি রয়েছে তাদের। আদিবাসী ক্ষত্রিয় কুর্মিদের দ্বারা আদিবাসীদের ইতিহাস বিকৃত হচ্ছে। একই সাথে অনৈতিক ভাবে সরকারি মদতে সিআরআই রিপোর্ট পরিবর্তনের মাধ‍্যমে এসটি তালিকায় অন্তভূক্তি করণের ষড়যন্ত্র চলছে। এরই প্রতিবাদে তারা ১২ ঘন্টার বাংলা বনধ পালন করছেন।
 আজ বৃহস্পতিবার আদিবাসী সংগঠনের ডাকা ১২ ঘণ্টার বনধের যথেষ্ট প্রভাব দেখা গেল পুরুলিয়া সহ জঙ্গলমহল লাগোয়া জেলাগুলিতে। রাস্তাঘাট শুনসান, অধিকাংশ জায়গাতেই বন্ধ দোকানপাট। এমনকি গণ পরিবহণও বন্ধ। তবে এদিন দুপুর পর্যন্ত কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর নেই।
এদিন সকাল থেকেই পুরুলিয়া জেলার মানবাজার, পায়রাচালী, সিন্দরী, পুঞ্চায় পুরোদমে বনধ পালিত হচ্ছে। মানবাজার-১ ও ২ নম্বর ব্লকে দোকানপাটও সম্পূর্ণ বন্ধ।বরাবাজার বলরামপুর বাগমুন্ডি সহ একাধিক এলাকায় বাস চলাচল সম্পূর্ণ বন্ধ। যদিও অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের তরফে ছিল কড়া নজরদারি। মুলত আদিবাসী সংগঠন সাধারণ মানুষের সমর্থন পেতে তৎপর , তা এদিনের বনধের ব্যাপকতাতেই স্পষ্ট।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.