"তারারা কৃতি সম্বর্ধনা অনুষ্ঠান"

নিজস্ব সংবাদদাতা,পুরুলিয়া:পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে এগিয়ে এলো তারারা পত্রিকা। মানবাজার এলাকার এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হলো তারারা পত্রিকার পক্ষ থেকে। 
আজ শুক্রবার মানবাজার সুভাষিনী পল্লী পত্রিকার দপ্তরে পত্রিকার সম্পাদক আশুতোষ বিশ্বাসের তত্ত্বাবধানে তারারা কৃতি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এদিন শিক্ষার্থীদের   শংসাপত্র, মোমেন্ট,মিষ্টির প্যাকেট তারারা পত্রিকার পক্ষ থেকে  তুলে দেওয়া হল। মূলত "তারারা শিক্ষা সম্মান" পেয়ে ছাত্র-ছাত্রীরা খুবই খুশি। 
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাধামাধব বিদ্যায়তনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ কুমার চন্দ, স্বপন সুব্রত হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নীলোৎপল দত্ত,জাতীয় শিক্ষক অমিতাভ মিশ্র,মানবাজার মহকুমা প্রেস ক্লাবের সম্পাদক সমীর দত্ত, বঙ্গভূমি নিউজের চিফ এডিটর অমরেশ দত্ত,শিক্ষক বিবেকানন্দ দাস, জয়ন্ত দত্ত সহ বিশিষ্ট জনেরা।
অমরেশ দত্ত, সদস্য, দিল্লি ক্রাইম প্রেস
RNI NO:DELHIN/2005/15378
Member ID NO:BVC663797

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.