আন্তর্জাতিক কৃতকালীন স্বাস্থ্য দিবস পালিত হলো বাগমুন্ডি হাই স্কুলে

দীনেশ চন্দ্র কুইরী, পুরুলিয়া :- ঋতুচক্র চলাকালীন স্বাস্থ্যের খেয়াল রাখা মৌলিক অধিকার।এমনটাই বলেছে রাষ্ট্রসংঘ। ২৮ শে মে অন্তর্জাতিক ঋতুকালীন স্বাস্থ্য দিবস। ঋতুচক্র প্রতি ২৮ দিনে হয়। গড়ে ৫ দিন চলে ঋতুচক্র। তাই মে মাসের ২৮ তম দিনে এই বিশেষ দিন পালিত হয়ে থাকে। পুরুলিয়া জেলার বিভিন্ন ব্লকের পাশাপাশি বাঘমুণ্ডি ব্লকেও এই বিশেষ দিনটি পালিত হচ্ছে। সপ্তাহ ব্যাপি এই দিবস পালিত হবে বলে জানা গিয়েছে। বাঘমুণ্ডি ব্লক, বাঘমুণ্ডি পঞ্চায়েত সমিতি ও স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এবং বাঘমুণ্ডি হাই স্কুলের সক্রিয় সহযোগিতায় অন্তর্জাতিক ঋতুকালীন স্বাস্থ্য দিবস পালন হলো বাঘমুণ্ডি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে। সোমবার আনুষ্ঠানিক ভাবে এই দিনটি পালন করা হল বিদ্যালয়ে। বিদ্যালয়ের সমস্ত ছাত্রীদের উপস্থিতিতে এদিনের অনুষ্ঠান আয়োজিত হয়। উপস্থিত ছিলেন বাঘমুণ্ডি ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক কৃষ্ণকান্ত দাস, বাঘমুণ্ডি পঞ্চায়েত সমিতির সমাজ কর্মী শান্তিদেব চট্টোপাধ্যায়, বাঘমুণ্ডি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রশিদ খান, বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি শিবশঙ্কর মাহাতো সহ ব্লক, পঞ্চায়েত সমিতি ও স্বাস্থ্য দপ্তরের কর্মীরা। এখনও ঋতুচক্র বা মাসিক সমস্যায় ভোগেন প্রান্তিক অঞ্চলের মেয়ে ও মহিলারা। কিভাবে তাদের সেই বিষয়ে আরও সচেতন করা যায় সেই এদিন সেই তথ্য গুলি তুলে ধরেন স্বাস্থ্য কর্মীরা। বিশ্ব ব্যাপী মেয়ে ও মহিলাদের মধ্যে মাসিক বা পিরিয়ড চলাকালীন সময়ে স্বাস্থ্যসুরক্ষায় করণীয় এবং পিরিয়ডের সাথে সম্পর্কিত রোগের গুরুত্ব সম্পর্কে সচেতনতার বৃদ্ধিও করা হয় এদিন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.