নিজস্ব সংবাদদাতা, মানবাজার: মানবাজার সাবডিভিশনাল স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো ভলিবল টুর্নামেন্ট প্রতিযোগিতা। আজ শুক্রবার দিবারাত্রি মহকুমা স্তরীয় ভলিবল টুর্নামেন্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। এদিন বিকেল ৪ টায় মানবাজার রাধামাধব বিদ্যায়তনের মাঠে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।
এদিন উপস্থিত ছিলেন মানবাজার এসডিও অনুজ প্রতাপ সিং,মানবাজার এসডিপিও বরুন বৈদ্য, মানবাজার ১নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মোনাজ কুমার পাহাড়ি, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক রাজীব মুর্মু, মানবাজার রাধামাধব হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ কুমার চন্দ্র, মানবাজার অঞ্চল সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা।