দীনেশ চন্দ্র কুইরী, বাঘমুন্ডি :- শশুরবাড়ি থেকে নিখোঁজ এক গৃহবধূ। ঘটনাটি গত মাসের অর্থাৎ ৩০ শে এপ্রিল পুরুলিয়া জেলার বাঘমুন্ডি থানার তোরাং গ্রামের।নিখোঁজ গৃহবধূর নাম রামবতী কুমার (২২)। পরিবার সূত্রে জানা যায়, বাড়িতে থাকাকালীন হঠাৎ করে নিখোঁজ হয় রামবতী। পরে তার বাপের বাড়িতে খোঁজ নিলে সেখানেও যাননি তিনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর ঘটনাটি স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি দেওয়া হলে পুলিশ খোঁজ শুরু করে। পরিবার পরিজন খুবই চিন্তিত,কারণ আজ প্রায় এক মাস হতে এলো কিন্তু রামবতীর কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ হওয়ার কারণ জানতে বাঘমুন্ডি থানার পুলিশ খোঁজ চালাচ্ছে।এছাড়াও বিজ্ঞাপন ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও নিখোঁজ গৃহবধূর খোঁজ চালানো হচ্ছে বলে জানা গিয়েছে বাঘমুন্ডি থানা সূত্রে।এছাড়া বাঘমুন্ডি থানার পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।