অমরেশ দত্ত, পুরুলিয়া:শিক্ষা প্রতিটি শিশুর জন্মগত মৌলিক অধিকার। প্রত্যেকএর জন্য শিক্ষা বাস্তবায়নে চলছে বিভিন্ন পদক্ষেপ। আর এই লক্ষ্যকে সামনে রেখে শিশুদের শিক্ষা বাস্তবায়নের জন্য পুরুলিয়া জেলার মানবাজার ১ নং ব্লকের ধানাড়া অঞ্চলের অন্তর্গত দোলাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে এবং বারাসাতের একটি স্বেচ্ছাসেবী সংগঠন তারা মা ফাউন্ডেশনের সহায়তায় বিদ্যালয়ের খুদে পড়ুয়ারদের হাতে কলম, খাতা, পেন্সিল তুলে দেওয়া হয়।
পাশাপাশি এদিন মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়।এছাড়াও পার্শ্ববর্তী অঞ্চলেও সমাজ মূলক কর্মসূচি আয়োজিত হয়। আজ বৃহস্পতিবার দোলাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে ও ধগড়া গ্রামের ৬০ জন ছাত্র ছাত্রীদের হাতে শিখন সামগ্রী তুলে দেওয়া হয়।