এই লক্ষ কে সামনে রেখে আজ রবিবার নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে মোহনডি কেশব তন্তুবায় সেবা সংঘের সহযোগীতায় বরাবাজার ব্লকের উল্দা ও বানজোড়া গ্রামে "জল ধরো জল ভরো"- "Catch the Rain" এর একটি সচেতনতামুলক প্রচারের উপর একটি বিশেষ প্রোগ্রাম অনুষ্ঠিত হলো।
বৃষ্টির জল সংরক্ষণ করতে বরাবাজার ব্লকের উল্দা ও বানজোড়া গ্রামে ক্যাচ দ্য রেন অভিযান
0
5/14/2023 08:48:00 PM
নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: ভুগর্ভস্থ জল ধীরে ধীরে কমে যাচ্ছে, তাই বিকল্প বৃষ্টির জল। আমাদের আশপাশে জলাশয় পরিষ্কার এবং বর্ষার জল সঞ্চয় করে , বৃষ্টিধারা থেকে পাওয়া জল ধরে পরিশুদ্ধ করে সংরক্ষণ করার ব্যবস্থা করা।
Tags