বৃষ্টির জল সংরক্ষণ করতে বরাবাজার ব্লকের উল্দা ও বানজোড়া গ্রামে ক্যাচ দ্য রেন অভিযান

নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: ভুগর্ভস্থ জল ধীরে ধীরে কমে যাচ্ছে, তাই বিকল্প বৃষ্টির জল।  আমাদের আশপাশে জলাশয় পরিষ্কার এবং বর্ষার জল সঞ্চয় করে , বৃষ্টিধারা থেকে পাওয়া জল ধরে  পরিশুদ্ধ করে সংরক্ষণ করার ব্য‌বস্থা করা।  

এই  লক্ষ কে সামনে রেখে আজ রবিবার নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে মোহনডি কেশব তন্তুবায় সেবা সংঘের সহযোগীতায় বরাবাজার ব্লকের উল্দা ও বানজোড়া গ্রামে "জল ধরো জল ভরো"- "Catch the Rain" এর একটি সচেতনতামুলক প্রচারের উপর একটি বিশেষ প্রোগ্রাম অনুষ্ঠিত হলো।  

মূলত বৃষ্টির জল ধরে রাখতে হবে, জল অপচয় বন্ধ করতে হবে,  এবিষয়ে গ্রামবাসীদের  বিশেষ ভাবে  সচেতন করা হয় । এদিন শপত পাঠ এবং নাটকের মাধ্যমে প্রচারও করা হয় ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.