আগামী ১৯শে মে, শুক্রবার এ বছরের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা হতে চলেছে। আজ টুইটের মাধ্যমে এই ফলপ্রকাশের কথা জানান রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু।
এরপর মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওইদিন সকাল ১০টায় সাংবাদিক বৈঠক করে ফলপ্রকাশ করবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।
মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in এবং wbresults.nic.in-এ গিয়ে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। বেলা ১২টা থেকে পর্ষদের ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর এবং জন্মতারিখ দিলেই ফল জানা যাবে। এছাড়া, মোবাইল অ্যাপ এবং এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।