সারা ভারত যুব লীগের বাঘমুন্ডি লোক্যাল কমিটির ডেপুটেশন ব্লক অফিসে

দীনেশ চন্দ্র কুইরী, পুরুলিয়া : শুক্রবার বিকাল বেলায় সারা ভারত যুবলীগের বাঘমুণ্ডি লোক্যাল কমিটির উদ্যোগে আট দফা দাবী জানিয়ে স্মারক লিপি তুলে দিলেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবরাজ ঘোষ এর হাতে। 

জানা গিয়েছে, সারা ভারত যুব লীগের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে গত ১৮ ই এপ্রিল থেকে আগামী ৩০ শে এপ্রিল পর্যন্ত সারা রাজ্য জুড়ে ব্লকে ব্লকে ডেপুটেশন কর্মসূচি চলবে।

সেই মতো আজকে পুরুলিয়ার বাঘমুণ্ডি ব্লকেও তারা এই কর্মসূচি আয়োজন করলো।

উপস্থিত ছিলেন সারা ভারত যুব লীগের পুরুলিয়া জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য পরিমল কুমার ও অমিত কুমার মাহাত, জেলা কমিটির সদস্য দেবব্রত মুখার্জী, চিন্ময় গরাই প্রমুখ।

তাদের দাবী গুলির মধ্যে উল্লেখযোগ্য হলো সমস্ত সরকারি দপ্তরে শুন্যপদে স্বচ্ছ ভাবে নিয়োগ করতে হবে, লুটেরা মুক্ত পঞ্চায়েত বোর্ড গঠন ও সুষ্ঠুভাবে নির্বাচন করতে হবে সহ মোট আট দফা দাবী জানিয়ে ডেপুটেশন দিয়েছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.