দীনেশ চন্দ্র কুইরী, পুরুলিয়া : শুক্রবার বিকাল বেলায় সারা ভারত যুবলীগের বাঘমুণ্ডি লোক্যাল কমিটির উদ্যোগে আট দফা দাবী জানিয়ে স্মারক লিপি তুলে দিলেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবরাজ ঘোষ এর হাতে।
জানা গিয়েছে, সারা ভারত যুব লীগের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে গত ১৮ ই এপ্রিল থেকে আগামী ৩০ শে এপ্রিল পর্যন্ত সারা রাজ্য জুড়ে ব্লকে ব্লকে ডেপুটেশন কর্মসূচি চলবে।
সেই মতো আজকে পুরুলিয়ার বাঘমুণ্ডি ব্লকেও তারা এই কর্মসূচি আয়োজন করলো।
উপস্থিত ছিলেন সারা ভারত যুব লীগের পুরুলিয়া জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য পরিমল কুমার ও অমিত কুমার মাহাত, জেলা কমিটির সদস্য দেবব্রত মুখার্জী, চিন্ময় গরাই প্রমুখ।