দীনেশ চন্দ্র কুইরী, পুরুলিয়া: সারা ভারত অগ্রগামী কিষান সভা পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সারা রাজ্যব্যাপী এক কর্মসূচির অঙ্গ হিসাবে বাগমুন্ডি লোকাল কমিটির পক্ষ থেকে।আজ বুধবার বিকাল বেলায় বাঘমুন্ডি সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে ১১ দফা দাবি নিয়ে ডেপুটেশনের মাধ্যমে স্মারকলিপি দেন।
দাবি সমুহ গুলো হল:-
১. কৃষি পন্যতম সহায়ক মূল্য আইন অবিলম্বে প্রণয়ন করতে হবে।
২. রাজ্য কৃষি কাজের সঙ্গে যুক্ত প্রান্তিক কৃষক ও কৃষি মজুরদের জন্য সার্বিক কৃষক কল্যাণ আইন প্রণয়ন করতে হবে।
৩. বাগমুন্ডি থানার সমস্ত ডেম গুলি ও ক্যানেল গুলিকে সংস্কার করতে হবে
৪. ধানবীজ ও রাসায়নিক সার কো-অপারেটিভ এর মাধ্যমে ন্যায্য মূল্যে কৃষকদের যোগান দিতে হবে।
৪. ১৩০০ টাকা কুইন্টাল প্রতি আলু সরকারকে কৃষকদের মাঠ থেকে কিনতে হবে এবং ২৫০০ টাকা কুইন্টাল দামে ধান কিনতে হবে।
সহ কয়েক দফা দাবি নিয়ে ডেপুটেশন দেন।
সারা ভারত অগ্রগামী কিষাণ সভার পুরুলিয়া জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য গোপাল চন্দ্র মাহাতো জানান, আজকে ১১ দফা দাবী নিয়ে সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে ডেপুটেশনের মাধ্যমে দিলাম। যা অতি শীঘ্রই চালু করতে হবে।না হলে আমরা বৃহত্তর আন্দোলনের নামবো বলে হুঁশিয়ারি দেন।
উপস্তিত ছিলেন সারা ভারত অগ্রগামী কিষান সভার বাগমুন্ডি লোকাল কমিটির সম্পাদক ঠাকুরদাস গোপ, সারা ভারত অগ্রগামী কিষান সভার পুরুলিয়া জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য গোপাল চন্দ্র মাহাতো, মহাবীর কুইরী সহ প্রমূখও।