দীনেশ চন্দ্র কুইরী, পুরুলিয়া:- ন্যায্য বেতন দেওয়া সহ আরও কয়েক দফা দাবি নিয়ে গত সোমবার পুরুলিয়ার বাঘমুন্ডির ব্লক সংলগ্ন পুরুলিয়ার পাম্প স্টোরেজ প্রজেক্টের (PPSP) অফিসের সামনে ঠিকাদারের ঠিকা কর্মীরা অবস্থান বিক্ষোভে বসেন।
আজ বুধবার বিকাল তিনটা নাগাদ আজ তৃতীয় দিনে অবস্থান বিক্ষোভ চালিয়ে যান।প্রায় ৩০০ জনেরও বেশি এই অবস্থান কর্মসূচিতে যোগ দেন।
অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে থাকা অস্থায়ী কর্মচারীর সমিতির সম্পাদক মধুসুদন পাল জানান,এই অবস্থান কর্মসূচি তৃতীয় দিন হল।আমরা ঠিকাদার ও অফিস থেকে কোন উত্তর পায়নি।এই তিন দিনব্যাপী চলা অবস্থান বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে।বিগত ১৫ বৎসর ধরে যে সব সুবিধা গুলো পেয়ে আসছিলাম। তা হটাৎ করে নতুন ঠিকাদার এসে বনধ করে দেয়।আমরা বার বার ঠিকাদার ও অফিসে জানিয়েও কোন সুরাহা হয়নি।
তাই আমরা পুরুলিয়া শ্রম আধিকারিক সংশ্লিষ্ট অফিসে জানিয়েছি।তারা আশ্বাস দিয়েছেন বিষয়টি দেখছি বলে।যদি সমাধান হয়ে যায় তাহলে আগামী দিনে আমাদের আরও কোন কর্মসূচি থাকবে না।যদি না হয় তাহলে আমাদের অস্থায়ী কর্মচারী সমিতির পক্ষ থেকে আগামী দিনে আলোচনার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নিয়ে এগোবো।