নিজস্ব সংবাদদাতা, মানবাজার: নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি সংগ্রামী যৌথ মঞ্চ ও যৌথ মঞ্চের মানবাজার এক নম্বর চক্রের উদ্যোগে মূলত 10ই মার্চের ধর্মঘটের পরিপ্রেক্ষিতে শোকজের উত্তর প্রদানে আজ সকাল ১০টার সময় মানবাজার পার্ক রোড থেকে মানবাজার এসআই অফিস পর্যন্ত ব্যানার সহযোগে পদযাত্রার মাধ্যমে শোকজের উত্তর প্রদান উৎসব কর্মসূচির সূচনা করা হয়।
শুক্রবার ১১ টার সময় মানবাজার অবর বিদ্যালয় পরিদর্শকের অফিসে অবর বিদ্যালয় পরিদর্শক সুদীপ বেরা মহাশয় কে মিষ্টি, পুষ্প স্তবক দিয়ে শ্রদ্ধা জানিয়ে পালিত হল শোকজের উত্তর প্রদান উৎসব।
‘শো-কজের’ জবাব দিতে গিয়ে এভাবেই অবর বিদ্যালয়ে পরিদর্শকের মাধ্যমে রাজ্য সরকারকে ‘বার্তা’ দিলেন মানবাজার এক নম্বর চক্রের প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা। এদিনমিষ্টিমুখ করেন শিক্ষক-শিক্ষিকারা।