ধারাবাহিক জনসংযোগ কর্মসূচি 'আস্থা'- র অঙ্গ হিসাবে গত দুইদিন পুরুলিয়া জেলা পুলিশ আয়োজন করেছিল জনসাধারণের জন্য চক্ষু পরীক্ষা শিবির। সহায়তায়- শংকর নেত্রালয়। বাঘমুণ্ডি থানার অযোধ্যা পাহাড়ের মাঝিডি গ্রামের স্থানীয় স্কুলে আর জয়পুর থানার সিধি গ্রামের স্থানীয় স্কুলে। চোখের সমস্যায় ভুগছে এমন আশেপাশের গ্রামের মানুষজন এই শিবিরে অংশগ্রহণ করেছেন। দুদিনে সর্বোমোট ৪৬০ জন মানুষের চিকিৎসা করা হয়েছে। এদের মধ্যে ২৮২ জনকে বিনামূল্যে চশমা সরবরাহ করা হবে এবং ৮৬ জন রোগীর জন্য প্রয়োজনীয় অপারেশনের ব্যবস্থা করা হবে।