সৌজন্যে: নিউজ 18 বাংলা
সোনার থেকেও বেশি দামি, বিশ্বের সবথেকে দামি সবজির নাম ও দাম জানেন
0
5/01/2023 08:38:00 AM
প্রতিদিন সকালে বাজারে গিয়ে আমরা সকলেই সবজি কিনে থাকি। শরীর সুস্থ্য রাখার মূল মন্ত্র কিন্তু যে সবুজ শাক-সবজিতে তাও আমাদের জানা। কিন্তু বাজারে গিয়ে আলু, পটল, লাউ, পেপের দাম একটু বাড়লেই আমাদের নাভিশ্বাস উঠে যায়। কিন্তু এই বিশ্বে এমন এক সবজি রয়েছে যা বড় বড় ধনকুবেরদেরও কিনকে গেলে ভাবতে হবে। বিশ্বের সবথেকে দামি সবজি বলা হয় তাকে। ওই সবজির নাম হপ শুটস। এই সবজির এক কিলোর দাম শুনে চোখ কপালে উঠবে সকলের। সোনার দামের থেকেও বেশি। বর্তমান বাজারে এক কিলো হপ শুটসের দাম ৮৫ হাজার থেকে ১ লক্ষ টাকা।
Tags