অমরেশ দত্ত, পুরুলিয়া: গুড ট্রাফিক কন্ট্রোল ডিউটি'র জন্য সিভিক ভলেন্টিয়ার গৌতম গাঙ্গুলীকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হল। মুলত দিন দিন মোটরবাইকের পাশাপাশি বেড়ে চলেছে চার চাকার গাড়ি ও টোটো। ফলে যানচলাচলে সমস্যা হচ্ছে। রাস্তা গুলিতে যানজট বাড়ছে। ট্রাফিক সিগন্যাল সিস্টেম চালু হলেও, প্রতিটি মোড়ে এই সুবিধা না থাকায় রাস্তাগুলি যানজট মুক্ত করতে সিভিক ভলেন্টিয়াদের বিশেষ ভূমিকা পালন করতে হয়। সিভিক ভলেন্টিয়ারদের কাজের ক্ষেত্রে উৎসাহিত করার জন্য, এবার বিশেষ ভূমিকা নিলেন মানবাজার এসডিপিও, মানবাজার থানার ওসি। ভালোভাবে দায়িত্ব পালনের জন্য গৌতম গাঙ্গুলীকে দেওয়া হল বিশেষ পুরস্কার। রবিবার মানবাজার থানা প্রাঙ্গনে এএসআই অনির্বাণ ব্যানার্জি সিভিক ভলেন্টিয়ার গৌতম গাঙ্গুলী'র হাতে পুরস্কার তুলে দেন। মানবাজার মাঝপাড়ার গর্ব গৌতম গাঙ্গুলী পুরস্কার পেয়ে স্বভাবতই খুশি। গৌতম বাবু জানান যে আগামী দিনেও তিনি এই ভাবেই দায়িত্ব পালন করবেন। এদিন উপস্থিত ছিলেন মানবাজার থানার আধিকারিক সহ সিভিক ভলেন্টিয়াররা। বঙ্গভূমি নিউজের পক্ষ থেকে গৌতম বাবুকে জানাই একরাশ শুভেচ্ছা ও অভিনন্দন।
গুড ট্রাফিক কন্ট্রোল ডিউটি'র জন্য বিশেষ পুরস্কার পেল মানবাজারের গর্ব সিভিক ভলেন্টিয়ার গৌতম গাঙ্গুলী
0
3/05/2023 03:35:00 PM
Tags