পথ দূঘটনায় মৃত্যু হলো ১ কিশোরের,ঘটনায় গুরুতর আহত আরও ১ জন।মঙ্গলবার বেলা ১১ টা নাগাদ মানবাজার থানার অন্তর্ভুক্ত চল্লা মোড়ের কাছে বোলারোর সাথে একটি স্কুটির সংঘর্ষ হয়।ফলে ঘটনাস্থলেই মানবাজারের মাধবপুর গ্রামের বাসিন্দা নীলকন্ঠ বাউরী(১৫) ও অক্ষয়পুর গ্রামের বাসিন্দা মহেশ বাউরী(১৮) গুরুতর আহত হয় এবং স্কুটিটি ভেঙে চুরমার হয়ে যায়।পরবর্তীকালে পুলিশ গিয়ে ২ জনকে উদ্ধার করে মানবাজার হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসার পর নীলকন্ঠ বাউরীকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।এই আকষ্মিক দূঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।পুলিশ সূএে খবর যদিও বোলারো গাড়িটিকে এখনও আটক করা যায়নি।