দীনেশ চন্দ্র কুইরী, পুরুলিয়া :- চার চাকা গাড়ির ধাক্কায় আহত দুই স্কুল ছাত্রী। ঘটনাটি, সোমবার পুরুলিয়ার বাঘমুন্ডির ডোমজোড় সার্বজনীন শ্মশান কালী মন্দিরের সামনে। জানা গিয়েছে, বাঘমুন্ডি হাই স্কুলের একাদশ শ্রেণীর দুই ছাত্রী একটি সাইকেলে চেপে স্কুল ছুটির পর চড়িদা গ্রামে বাড়ি যাওয়ার পথে হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে চলে গেলে চড়িদার পথ দিয়ে আসা একটি পর্যটকের চার চাকা গাড়িটি সজোরে ধাক্কা মারলে দুই ছাত্রী পড়ে গিয়ে আহত হয়। ঘটনাস্থল থেকে তাদের সঙ্গে সঙ্গে স্থানীয়দের সহযোগিতায় পাথরডি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাদের সেই পর্যটকদের সহযোগিতায় পুরুলিয়াতে নিয়ে যাওয়া হয় শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য। তবে বর্তমানে দুই ছাত্রী সুস্থ রয়েছে। আরও জানা গিয়েছে, সেই গাড়িটি সংবামাধ্যমের গাড়ি। গাড়ির আগের হেডলাইট টি গাছের ধাক্কায় ভেঙ্গে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই ছাত্রীর নাম শিউলি সূত্রধর ও নীলিমা মুড়া বাড়ি বাঘমুন্ডি থানার চড়িদা গ্রামে, তারা বাঘমুন্ডি হাই স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী।