মানবাজার শহরে প্রথম চলচ্চিত্র উৎসবে এসে কী বললেন বিখ্যাত চিত্র পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য্য ?

নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: পুরুলিয়া জেলার মানবাজার কমিউনিটি হলে আয়োজিত প্রথম শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে উপস্থিত বিখ্যাত চিত্র পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য্য বঙ্গভূমি নিউজে একান্ত সাক্ষাৎকারে জানান, লকডাউনের সময় আমি, আমার বন্ধু রানা ও অরুনাভ তিনজনে মিলে একটি অনলাইনে ফ্লিম মেকিং ওয়ার্কশপ খুলেছিলাম। দেশে বিদেশে প্রচুর স্টুডেন্ট হয়েছিল  এবং তাদের নিয়ে আওয়ার ফিল্মস নামে একটি গ্রুপ খুলেছিলাম এবং তারই ফলশ্রুতি হিসেবে বিভিন্ন জায়গায় ছবি বানাচ্ছে এবং এই সমস্ত শর্ট ফিল্ম বা স্বল্পদৈর্ঘ্যের ছবি নিয়ে বিভিন্ন জায়গায় শর্ট ফিল্ম উৎসব হচ্ছে। কলকাতায় হয়েছে, পুরুলিয়াতে হচ্ছে, আগামী দিনে নদীয়া ও মুর্শিদাবাদে হবে। প্রত্যেক জায়গায় স্বল্পদৈর্ঘ্যের ছবি বা শর্ট ফিল্ম দেখানো এটাই আমাদের উদ্দেশ্য ও লক্ষ্য। পাশাপাশি তিনি আরো জানান, মানবাজারে দর্শক দেখে বেশ ভালো লাগছে, চমৎকার ফেস্টিভেল হচ্ছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.