দীনেশ চন্দ্র কুইরী, পুরুলিয়া :- ধান ক্রয় কেন্দ্রে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় ক্ষুব্ধ চাষীরা। উত্তেজনা ছড়াই কৃষক বাজারে। মঙ্গলবার সকালে পুরুলিয়া জেলার বাঘমুণ্ডি কৃষক বাজার ধান ক্রয় কেন্দ্রের ঘটনা। এদিন হঠাৎ করে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়াকে কেন্দ্র করে গোলমাল শুরু হয়ে যায় কৃষক বাজারে। ধান বিক্রি করতে আসা একাংশ চাষীরা জানান, আমরা অনেক দূর থেকে ভ্যান বা ট্রাক্টর ভাড়া করে ধান নিয়ে এসেছি বিক্রির জন্য। হঠাৎ দেখি বিদ্যুৎ দফতর বিদ্যুৎ কেটে দিয়েছে। এভাবে হঠাৎ করে বিদ্যুৎ কেটে দিলো কেনো? তবে কি বিদ্যুৎ বিল বকেয়া থাকার জন্য বিদ্যুৎ কাটা হয়েছে? প্রশ্ন জাগছে ধান বিক্রেতাদের মনে। অন্যাদিকে ধান ক্রয় কেন্দ্রের আধিকারিক উৎপল গরাই জানান, বিদ্যুৎ বিল বকেয়া থাকায় বিদ্যুৎ দফতর বিদ্যুৎ কেটে দিয়েছে। ঊর্ধ্বতন কতৃপক্ষকে ঘটনাটি জানানো হয়েছে। বিদ্যুৎ সংযোগ হবে বলেও আশ্বাস দেন তিনি। সংবাদ মাধ্যমে সেই খবর সম্প্রচার হতেই ঘটনার প্রায় সাড়ে চার ঘন্টা পরেই বিদ্যুৎ দফতর থেকে পুনরায় বিদ্যুৎ সংযোগ হয় কৃষক বাজারে। ধান ওজন থেকে শুরু করে অনলাইনের সমস্ত কাজ স্বাভাবিক হয়। ঘটনাস্থলে শান্তি ফিরে আসে।
বকেয়া বিদ্যুৎ বিল বাকি থাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন বাঘমুন্ডি কৃষক বাজারে, ক্ষুব্ধ চাষিরা
0
1/17/2023 05:16:00 PM
Tags