নতুন ঢালাই রাস্তায় কয়েকদিনের মধ্যেই ধস

দীনেশ চন্দ্র কুইরী, পুরুলিয়া :- দু সপ্তাহ পেরোতে না পেরোতেই ঢালাই রাস্তায় ফাটল সহ গর্ত। বিপাকে যানবাহন। ঘটনাটি, বাঘমুণ্ডি থানার নিকটে বাঘমুণ্ডি কৃষক বাজার যাওয়ার রাস্তায়।

সোমবার,স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে জলের পাইপ বসানোর জন্য রাস্তা খোঁড়া হয়েছিল, তারপর চলতি মাসে সেই রাস্তাটি ১২ ফুটের নতুন ভাবে ঢালাই করে নির্মাণ করা হয়। কিন্তু দেখা গেলো দু সপ্তাহ পেরোতে না পেরোতেই রাস্তার মধ্যে ফাটল ও গর্ত। যার ফলে সাইকেল আরোহী থেকে শুরু করে বিভিন্ন যান চলাচল করতে গিয়ে বিপদের মুখে পড়তে হচ্ছে বলে জানান স্থানীয়রা। স্থানীয়রা আরও জানান, এই পথ দিয়ে বাঘমুণ্ডি বাসী ছাড়াও অন্যান্য জায়গার মানুষের সচরাচর, কারণ এই রাস্তা দিয়েই যেতে হয় বাঘমুণ্ডি কৃষক বাজার, সেখানেই বসে সপ্তাহের দুটি হাট। এছাড়াও রোজ বাঘমুণ্ডি গ্রাম বাসীরা এবং স্কুল পড়ুয়ারা পারাপার করে এই রাস্তার উপর। পোস্টঅফিস সহ স্কুল ও অন্যান্য জায়গা যেতে হলে এই রাস্তায় পেরোতে হয়। রাস্তাটি ঠিক ভাবে মেরামতি করার দাবী জানাচ্ছে স্থানীয়রা। তবে কোথাও না কোথাও ঠিকাদারের গাফিলতির অভিযোগ উঠছে। এই বিষয় নিয়ে ঠিকাদারকে ফোনে বক্তব্য নিতে চাইলে সাংবাদিকের ফোন তুলেনি।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.