দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত তিনজন

দীনেশ চন্দ্র কুইরী, বাঘমুন্ডি :- দুটি বাইকের মুখোমুখি ধাক্কায় গুরুতর জখম বাইক আরোহীরা। ঘটনাটি, মঙ্গলবার দুপুর নাগাদ বাঘমুন্ডি বলরামপুর রাজ্য সড়কের উপর মাঠা ফরেস্ট সংলগ্ন এলাকায়। জানা যায়, বলরামপুর দিক থেকে বাইকে করে দেওর ও তার বৌদি বাঘমুন্ডির পথে আসছিলো, হঠাৎ করে বাঘমুন্ডি দিক থেকে দ্রুত গতিতে আসা এক বাইক আরোহী সোজাসুজি তাদের বাইককে ধাক্কা মারে। দুর্ঘটনায় দুটি বাইকের বাইক আরোহীরা পড়ে গিয়ে জখম হয়। জখম হন তিন জন। স্থানীয়দের সহযোগিতায় সঙ্গে সঙ্গে তাদেরকে পাথরডি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসার পর একজন গুরুতর অবস্থায় থাকায় তাকে অন্যত্র হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সূত্রমারফত জানা গিয়েছে, জখম হওয়া বাইক আরোহীদের নাম রাজীব মাহাতো, কৃষ্ণ লোহার ও সুমিত্রা লোহার। জখম রাজীব মাহাতোর বাড়ি বাঘমুন্ডি থানার লহরিয়া তে, এবং কৃষ্ণ লোহার ও সুমিত্রা লোহারের বাড়ি বলরামপুর থানার মালতি গ্রামে। হাসপাতাল সূত্রে জানা যায়, গুরুতর জখম হওয়া ব্যক্তির নাম কৃষ্ণ লোহার বয়শ আনুমানিক ২৯। তাকে এখান থেকে অন্যত্র হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.