আজকে বাগমুন্ডি থানার বুড়দা কালিমাটি অঞ্চলের বাগতি গ্রামে সরস্বতি পুজো হলো ছাত্র ছাত্রি ও ক্লাবের সদস্য দের নিয়ে খুব সুন্দর ভাবে তাতে দেখা গেলো সকলেই খুবই খুশি হয়েছেন একসাথে মায়ের পুজো দিতে পেরে। বাগতি গ্রাম ষোলো আনার এই পুজোটি প্রায় 24 বছর ধরে হয়ে আসছে বলে জানা যায় এবং এই পুজো কমিটি কে পরিচালনা করেন বাগতি স্বামী বিবেকানন্দ ক্লাবের পরিচালনায় এই পুজো উপলক্ষ্যে বিভিন্ন ধরনের খেলাধুলা ও ডান্স প্রতিযোগিতা সহ অন্যান্য বিভিন্ন অনুষ্ঠান হয় বলে জানান ক্লাবের পক্ষ থেকে আজকের পুজোতে উপস্থিত ছিলেন বাগতি স্বামী বিবেকানন্দ ক্লাবের সম্পাদক ধীরেন চন্দ্র গরাই। এবং ক্লাবের অন্যতম সদস্য সঞ্জয় সিং মুড়া। সহ ক্লাবের সমস্ত সদস্য গন তাছাড়াও ছাত্র ছাত্রি গন