দীনেশ চন্দ্র কুইরী, পুরুলিয়া:- জঙ্গল মহল পুরুলিয়া জেলার বাঘমুন্ডি ব্লকের সেরেংডি অঞ্চলের কুশলডি গ্রামের বুরু মাঠে ২০ বৎসর ধরে চলে আসছে বুরু চ্যানেলজার ট্রফি।
সোমবার দুপুর নাগাদ ফাইন্যাল খেলার শুভ সূচনা করেন ব্যাটে বোল মেরে বলরামপুর বিধান সভার বিধায়ক বানেশ্বর মাহাতো ও জয়পুর বিধান সভার বিধায়ক নরহরি মাহাতো।
বুরু চ্যানেলজার ট্রফি কমিটির সভাপতি বিভূতি মাহাতো জানান, বাঘমুন্ডি ব্লক ছাড়া পুরুলিয়া জেলা ও ঝাড়খণ্ডের বিভিন্ন প্রান্ত থেকে ক্রিকেট প্রেমীরা অংশ গ্রহণ করেন।এই খেলায় ষোলটি দল নিয়ে খেলা হয়।যা গত ১লা ডিসেম্বর থেকে শুরু হয় যা প্রতি সপ্তাহের শনি ও রবিবার দিন খেলা হয়।যা আজ ১৬ ই জানুয়ারি ফাইন্যাল খেলার আয়োজন করা হয়েছে।এই খেলায় বিশেষ আকর্ষণ হল আইপিএল ড্যান্স।যা এই খেলাকে কেন্দ্র করে বাঘমুন্ডির প্রত্যেক প্রান্ত থেকে বহু ক্রিকেট প্রেমীদের ঢল লক্ষ করা যায়।প্রায় কয়েক হাজার ক্রিকেট প্রেমীদের ঢল লক্ষ করা যায়।