দীনেশ চন্দ্র কুইরী, বাঘমুন্ডিঃ- পুরুলিয়ার বাঘমুন্ডি ঝালদা জাতীয় সড়কের উপর তপোবন দুয়ারসিনি জঙ্গলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হয় বাইক চালক।
শুক্রবার,আনুমানিক দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে বাঘমুন্ডির বাঘমুন্ডি ঝালদা জাতীয় সড়কের উপর তপোবন দুয়ারসিনী জঙ্গলে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,ওই যুবক নিজের মোটর বাইকে করে তৃতীয় সেমিস্টার এর পরীক্ষা দিতে ঝালদা অচ্ছুরাম মেমোরিয়াল কলেজ যাচ্ছিল। দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে মাটিতে লুটিয়ে পড়ে যায়।
ডিউটি থাকা সিভিক ভলেন্টিয়ার্স এর মারফতে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ঝালদা থানার পুলিশ।সঙ্গে সঙ্গে তাকে প্রাথমিক চিকিৎসার জন্য ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, ঐ আহত যুবকের নাম মানব কুমার,বয়স আনুমানিক ২১ বৎসর,বাড়ি বাঘমুন্ডি থানার বীরগ্রাম গ্রামের।