প্রতিবন্ধীদের শীত বস্ত্র বিতরণ ব্লক অফিসে

দীনেশ চন্দ্র কুইরী, পুরুলিয়া:- পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লক অফিস চত্বরে প্রতিবন্ধীদের শীত বস্ত্র বিতরন কর্মসূচি অনুষ্ঠিত হলো বুধবার।

জানা গিয়েছে,বুধবার বাঘমুন্ডি ব্লকের আটটি অঞ্চলের প্রতিবন্ধীদের আনুষ্ঠানিক ভাবে শীত বস্ত্র বিতরণ করেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবরাজ ঘোষ।

মকর সংক্রান্তি উৎসব উপলক্ষে প্রায় দুশো জনকে কম্বল বিতরণ করা হয়।এইদিন বস্ত্রগুলি প্রতিবন্ধীদের হাতে তুলেদেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ও বাঘমুন্ডি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ বিশিষ্ট জনেরা।

পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বেণীমাধব পরামানিক জানান, মকর সংক্রান্তি উৎসব উপলক্ষে শীত বস্ত্র দেওয়া হল।এই জঙ্গল মহলে কনকনে ঠান্ডায় অনেকের সমস্যা হচ্ছে।তাই প্রতিবন্ধীদের কথা মাথায় রেখে সমষ্টি উন্নয়ন আধিকারিক এর উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয়।
এইদিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘমুন্ডি থানার ভারপ্রাপ্ত আধিকারিক পঙ্কজ সিংহ, সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবরাজ ঘোষ,পঞ্চায়েত সমিতির সভাপতি ক্ষুদিরাম কৈবর্ত,সহ সভাপতি বেণীমাধব পরামানিক,ব্লক মহিলা সহ সভানেত্রী পারসি কুমার সহ অনানারা।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.