দীনেশ চন্দ্র কুইরী, পুরুলিয়া:- পুরুলিয়ার বাঘমুন্ডি থানার অন্তর্গত বাঘমুন্ডি ঝালদা জাতীয় সড়কের উপর কালিমাটি মোড় সংলগ্ন দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় দুই বাইকে থাকা তিনজন।
বৃহস্পতিবার, বিকাল তিনটা তিরিশ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে বাঘমুন্ডি ঝালদা জাতীয় সড়কের উপর কালিমাটি মোড় সংলগ্ন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু দিক থেকে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি বাইক দ্রুত গতিতে থাকায় সজরে সংঘর্ষ হয়।দুটি বাইকে থাকা তিনজন রাস্তার ধারে মাটিতে লুটিয়ে পড়ে যায়।
ডিউটি থাকা সিভিক ভলেন্টিয়ার্স এর মারফতে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সুইসা ফাঁড়ির পুলিশ।সঙ্গে সঙ্গে তাদের তিন জনকে প্রাথমিক চিকিৎসার জন্য কালিমাটি গ্রামের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যায়। পরে তিনজনকে উন্নত মানের চিকিৎসার জন্য স্থানান্তর করেন।
পুলিশ সূত্রে জানা গেছে,ঐ আহত দুই বাইকে থাকা তিনজনের নাম হল সুকুমার কুইরী (বয়স আনুমানিক ২১ বৎসর)বাড়ি বাঘমুন্ডি থানার তুন্তুরী গ্রামের।
ওপর বাইকে থাকা দুজনের নাম হল বাসুদেব কুমার(বয়স আনুমানিক ১৮ বৎসর),সুজয় কুমার(বয়স আনুমানিক ১৫ বৎসর) বাড়ি বাঘমুন্ডি থানার বির্দ্রী গ্রামের।
পাশাপাশি ওই দুটি বাইককে ফাঁড়িতে নিয়ে যায় পুলিশ।