জনপ্রতিনিধিদের পদত্যাগ পত্র পত্যাহারের দাবিতে গন মিছিল মানবাজারে
0
1/03/2023 09:00:00 AM
বিশরী এলাকার ১২৮ জনের নাম আবাস যোজনার তালিকা থেকে কোনো অঞ্জাত কারনে বাদ গেছে এরেই প্রতিবাদে গত ৩০ শে ডিসেম্বর মানবাজার-১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে মানবাজার-১ নং পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি,পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও ১ জন পঞ্চায়েত সমিতির সদস্য সহ বিশরী গ্রাম পঞ্চায়েতের ৮ জন সদস্য পদত্যাগ পএ জমা দেয়।সেই পরিপেক্ষিতে সেই জনপ্রতিনিধিদের পদত্যাগ পএ পত্যাহারের দাবিতে গন মিছিল করলো বিশরী এলাকার সাধারণ মানুষেরা।সোমবার বেলা ১২ টা নাগাদ এই মিছিল মানবাজার ব্যাঙ্ক মোড় থেকে শুরু হয়ে মানবাজার কৃষাণ মান্ডিতে শেষ হয়।মানবাজার-১ নং পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি দিলীপ পাএ,কর্মাধ্যক্ষ চম্পা বাউরী,সদস্য নেপুর বাউরী ও বিশরী গ্রাম প্রধান সজ্জিতা বেশরা সহ আটজন সদস্যার পদত্যাগ পএ তোলার দাবী করা হয় সাধারণ মানুষের পক্ষ্য থেকে।তবে আজকের মিছিলে মহিলাদের ভিড় যথেষ্ট লক্ষ্য করা যায়।
Tags